প্রশ্নঃ পুরুষ এবং মহিলারা যখন সলাত আদায় করে তখন আলাদা নিয়মে কেন আদায় করে?
উত্তরঃ ডাঃ জাকির নায়েক
বাজারে অনেক বই পাবেন যেখানে সলাত আদায়ের বিভিন্ন নিয়ম-কানুন দেয়া আছে। বেশির ভাগ বইয়ে আলাদা একটা অধ্যায় থাকে যে, মহিলারা কিভাবে সলাত আদায় করবে এবং পুরুষরা কিভাবে সলাত আদায় করবে। আর সেখানে নিয়মগুলো আলাদা। সত্যি বলতে এমন কোনো সহীহ হাদীস খুঁজে পাওয়া যাবেনা যেটা বলছে মহিলারা সালাত আদায় করবে পুরুষদের থেকে ভিন্ন নিয়মে।
আর আপনি যদি সহিহ বুখারি পড়েন এটা ১ম খন্ডে পাবেন, উম্মে দারদা (রা) তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে। আর তিনি এমন একজন ছিলেন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন, এরকম আরো অনেক সহীহ হাদীস আছে যেগুলোর বর্ণনা দিয়েছিলেন আইশাহ (রা) ও নাবী (স) এর অন্যান্য স্ত্রীরা আর অন্য মহিলা সাহাবীরা। আল্লাহ্ তাদের শান্তিতে রাখুন।
তবে তাদের কেউ বলেন নি পুরুষ এবং মহিলাদের সলাত আদায় করার নিয়ম একবারে আলাদা। রাসূলে করীম (সঃ) বলেছেনঃ ইবাদত করো সেভাবে যেভাবে আমাকে ইবাদত করতে দেখো।
কাজেই পুরুষ এবং মহিলারা সালাত আদায় করবে একই রকম নিয়মে। শেয়ার করে ইসলামের শাশ্বত বাণী সকলের কাছে পৌঁছে দিন।
উত্তরঃ ডাঃ জাকির নায়েক
বাজারে অনেক বই পাবেন যেখানে সলাত আদায়ের বিভিন্ন নিয়ম-কানুন দেয়া আছে। বেশির ভাগ বইয়ে আলাদা একটা অধ্যায় থাকে যে, মহিলারা কিভাবে সলাত আদায় করবে এবং পুরুষরা কিভাবে সলাত আদায় করবে। আর সেখানে নিয়মগুলো আলাদা। সত্যি বলতে এমন কোনো সহীহ হাদীস খুঁজে পাওয়া যাবেনা যেটা বলছে মহিলারা সালাত আদায় করবে পুরুষদের থেকে ভিন্ন নিয়মে।
আর আপনি যদি সহিহ বুখারি পড়েন এটা ১ম খন্ডে পাবেন, উম্মে দারদা (রা) তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে। আর তিনি এমন একজন ছিলেন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন, এরকম আরো অনেক সহীহ হাদীস আছে যেগুলোর বর্ণনা দিয়েছিলেন আইশাহ (রা) ও নাবী (স) এর অন্যান্য স্ত্রীরা আর অন্য মহিলা সাহাবীরা। আল্লাহ্ তাদের শান্তিতে রাখুন।
তবে তাদের কেউ বলেন নি পুরুষ এবং মহিলাদের সলাত আদায় করার নিয়ম একবারে আলাদা। রাসূলে করীম (সঃ) বলেছেনঃ ইবাদত করো সেভাবে যেভাবে আমাকে ইবাদত করতে দেখো।
কাজেই পুরুষ এবং মহিলারা সালাত আদায় করবে একই রকম নিয়মে। শেয়ার করে ইসলামের শাশ্বত বাণী সকলের কাছে পৌঁছে দিন।
Post a Comment