ঘুম থেকে উঠার দোয়া এবং উচ্চারণ

ঘুম থেকে উঠার দোয়া এবং উচ্চারণ। ঘুম আল্লাহর নেয়ামত, মানুষের ক্লান্তি-অবসাদ দূরে ঘুমের অবদান অসামান্য। এটি মহৎ ইবাদতও বটে। ঘুমানো ও ঘুম থেকে উঠার দোয়া ও আমল সম্পর্কে হাদিসে বিভিন্ন নির্দেশনা এসেছে।


ঘুম থেকে উঠার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর।

অর্থঃ হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান।

সূত্রঃ বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১।



আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

Post a Comment

Post a Comment (0)

Previous Next