যে দুটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

হাদিসের বর্ণনায় ২টি বাক্য মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হযরত আবু হুরায়রা (রাঃ) আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ 

আল্লাহর কাছে দুটি বাক্য আছে বড্ড প্রিয় জিহ্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিলে ওজন হবে সবচেয়ে ভারী।


বাক্য দু’টি হলো

سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ العَظِيمِ

উচ্চারণঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।

অর্থঃ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

 - বুখারি, হাদিস : ৬৪০৬

এই সম্পর্কে মিজানুর রহমান আজহারীর লেকচার


হযরত জাবের রাঃ থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়।” - তিরমিজি, হাদিসঃ ৩৪৬৪

আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন।

Post a Comment

Post a Comment (0)

Previous Next