তোমাকে দিয়ে শুরু করলাম! লেখাটি ভালো লাগলে আপনার বন্দুদেরকে শেয়ার করবেন অথবা ফেসবুকে শেয়ের দিবেন প্লীজ।
পুরোটাই পড়ার অনুরোধ রইল।
❂ একদা এক ব্যক্তি লেখা পড়ছিল।
হঠাৎ সে ব্যক্তি বলে উঠল,
"সুবহানআল্লাহ"।
❂ তারপর সে লেখার নিচের দিকে পড়তে শুরু করল
সে বলে উঠল,
"আলহামদুলিল্লাহ"।
❂ সে আবার পড়তে শুরু করল
এবং বলে উঠল,
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" ﷺ ।
❂ সে খুবই ভাল অনুভব করতে লাগল
এবং বলল,
"আল্লাহ আকবার"।
❂ তারপর সে তার নিজের গোনাহ গুলো থেকে পরিত্রান
পেতে বলল,
"আসতাগফিরুল্লাহ"।
❂ এবং পরিশেষে সে তার প্রিয় নবী হযরত মুহাম্মাদ
এর উপর দুরুদ পড়ল
"আল্লাহুম্মা সাল্লিআল্লা সায়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আ-লি সায়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।"।
❂ উপরোক্ত কাজগুলো করে সে অনেক সওয়াব অর্জন করল।
আপনি কি জানেন সেই ব্যক্তিটি কে?
"সেই ব্যক্তিটি হলেন আপনি নিজেই মাশাআল্লাহ!"।
আমরা তো নেকী অর্জন করলাম, আসুন লেখাটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে নেকী অর্জনের পথ করে দেই।
যে আদম সন্তানগন আজান শুনে নামাজ পড়বেনা, কিয়ামতের দিন তার কানে গরম শীশা ঢেলে দেওয়া হবে।
লেখাটি ভাল লাগলে ফেসবুকে শেয়ার দিবেন সবাই।
Post a Comment